বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার চৌদ্দগ্রামে পরিবারের ভরণ-পোষণ সুন্দরভাবে পরিচালনার জন্য জন্মস্থান ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন অনেকে। এদের মধ্যে কেউ কেউ বিদেশে ভালো অবস্থানে থাকেন, আবার কেউ কেউ দেশের চেয়েও খারাপ অবস্থার শিকার হন। ভালো-খারাপ অবস্থায় থাকলেও কেউ চায় না বিদেশেই তার মৃত্যু হউক। সকলেই চায়-পিতা-মাতা, স্ত্রী, সন্তান ও স্বজনদের কাছেই মৃত্যু হউক। এতে করে প্রবাসীর স্বজনদের কষ্ট বেড়ে যায়। ২০১৮ সালের জানুয়ারি থেকে এপ্রিল এবং ২০১৭ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত গত ১৩ মাসে বিভিন্ন দেশে চৌদ্দগ্রাম উপজেলার ২৩ জনের মৃত্যু হয়েছে। স্বপ্ন ভেঙেছে নিহত ব্যক্তি ও তাদের স্বজনদের। বিদেশে এমন মৃত্যুর ঘটনায় স্বজনদের স্বান্তনা দেয়ার ভাষা কারো জানা নেই। স্বজনদের মাধ্যমে নিহতদের তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, চলতি বছরের গত ১৮ এপ্রিল গত বুধবার ভোরে সউদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় অগ্নিকান্ডে নিহত হয়েছেন চারজন। তারা হলেন- এমরানুল হক সোহেল, ইমামুল হক মুন্না, আনিছুর রহমান ভুঁইয়া বাবুল ও মো. সোহেল। ৩১ মার্চ শনিবার সউদি আরবে আল জাবের হোল্ডিংস কোম্পানীর ব্রাঞ্চ ম্যানেজার কোরবত আহমেদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার জার্মানে মিনডেন সিটি এলাকায় মারা যান রবিউল হক। বৈধ কাগজপত্র না থাকায় তাকে ওই এলাকায় বেওয়ারিশ হিসেবেই দাফন করা হয়। ১ ফেব্রæয়ারি বৃহস্পতিবার সউদি আরবের জেদ্দায় আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের পশ্চিম পাড়ার রেলওয়ে কর্মকর্তা মোঃ ইব্রাহিমের পুত্র সৌদি প্রবাসী আহসান উল্যাহ ভ‚ঁইয়া চিকিৎসাধীন অবস্থায়াধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ২০১৭ সালের ২২ নভেম্বর বুধবার সকালে সৌদি আরবের জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে নুরুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৮ অক্টোবর রোববার সকালে মালয়েশিয়ায় ঘুমের মধ্যেই মৃত পাওয়া যায় জসিম উদ্দিন মজুমদারকে। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সউদি আরবে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। ২৯ আগস্ট ওমানে কাজ করার সময় আহত হয়ে মারা যান ঘোলপাশা ইউনিয়নের গুজরা গ্রামের মৃত মমতাজ উদ্দিনের পুত্র আবু বক্কর। ২৭ আগস্ট সউদিআরবে হজ্ব পালন করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাজী ছিদ্দিকুর রহমান ইন্তেকাল করেন। ৭ আগস্ট সোমবার কাতারে অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রবাসী আবদুল কুদ্দুস। ১১ জুলাই সোমবার কুয়েতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কাজী আলমগীর ইন্তেকাল করেছেন। ৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকায় দাবিকৃত চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা গুলি চালিয়ে হত্যা করেছে আশরাফুল হক সাগর নামের এক ব্যবসায়ীকে। ২৭ মে একই দেশে মৃত্যু হয়েছে কবির মিয়ার। ২৬ এপ্রিল বুধবার সউদি আরবের জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাসী আবুল কাশেম চৌধুরীর মৃত্যু হয়েছে। ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাতে একই দেশে হৃদরোগে আক্রান্ত হয়ে নুর নবী ইন্তেকাল করেন। ১০ মার্চ শুক্রবার রাতে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শহিদুল হাসান সৈকত চৌধুরী ও মোঃ শিপন। ৩ মার্চ শুক্রবার মালয়েশিয়ায় ডাকাতের হামলায় নির্মমভাবে খুন হয়েছেন প্রবাসী আবদুল কুদ্দুস। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের আবদুল জাব্বারের পুত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।