পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলের শরিক তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি এমপি বলেছেন, এদেশের রাজনীতিতে এখন বেগম খালেদা জিয়া অবাঞ্ছিত, তারেক জিয়া অবাঞ্ছিত। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়া মুক্তি পাবে না।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তরীকত ফেডারেশনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, এদেশে আর জিয়া পরিবারের কারো নেতৃত্বে সরকার গঠন হবে না। বিএনপির রাজনীতির কবর রচিত হয়ে গেছে। তারেক রহমান বিদেশে পালিয়ে আছে। তাকে দেশে ফেরানো হলে স্থান হবে কারাগারে। দেশের মানুষের জন্য এটি লজ্জার যে, একটি দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুইজনই দুর্নীতির দায়ে দন্ডিত। তিনি বলেন, আজ জিয়া পরিবারের শত্রু মির্জা ফখরুলরাই। তারা চায় না তারেক দেশে ফিরে আসুক। কারণ তারেক দেশে ফিরে এলে তাদের বাণিজ্য বন্ধ হয়ে যাবে।
জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সম্পর্কে সজাগ থাকতে তরীকতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, এই যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধীরা ইসলামের শত্রু। যতক্ষণ তাদের নির্র্মূল করা না যাবে ততক্ষণ আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে জামায়াত ইসলামীর নির্বাচনে অংশগ্রহণ বন্ধ করতে আমরা অগ্রণী ভ‚মিকা রেখেছিলাম। এবার তাদের নির্মূলেও তরীকতের নেতাকর্মীদের ভ‚মিকা রাখতে হবে।
প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন তরীকতের মহাসচিব সৈয়দ রেজাউল হক, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ হাবিবুর বশর মাইজভান্ডারি, যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুর বশর মাইজভান্ডারি প্রমুখ। জাতীয় প্রতিনিধি সভা থেকে ৫ মাসব্যাপী ৭ দফা কর্মসূচী ঘোষণা করেন তরীকত চেয়ারম্যান। এসব কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য হলো- আগামী ১১ মে হতে এক মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযান, ৩১ জুলাইয়ের মধ্যে সকল জেলা, উপজেলা, পৌরসভা কমিটির সম্মেলন শেষ করা, ৩ অক্টোবর তরীকতের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ।
অভ্যন্তরীণ দ্ব›েদ্ব গত ১৬ এপ্রিল তরীকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে এমএ আউয়াল এমপিকে অব্যাহতি দেয়া হয়। ফলে গতকালের জাতীয় প্রতিনিধি সম্মেলনে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ছিলেন দলটির নেতাকর্মীরা। প্রতিনিধি সম্মেলনে ৩৮টি সাংগঠনিক জেলার প্রতিনিধি উপস্থিত হন। তবে আউয়াল বা তার সমর্থক নেতাকর্মীরা প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।