Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সার্ফিং শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের (বিএসএ) ব্যবস্থাপনা এবং কাজী ফিরোজ রশিদ সিকিউরিটিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গতকাল পর্যটন নগরী কক্সবাজারে শুরু হয়েছে ৪র্থ জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। সমুদ্র সৈকত লাবনী পয়েন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(এপিডি) ও বিএসএ সাধারন সম্পাদক শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন।
এবারের জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় পুরুষ সিনিয়র, জুনিয়র এবং মহিলা বিভাগে শতাধিক সার্ফার অংশ নিচ্ছেন। পুরুষ সিনিয়র বিভাগ থেকে সেমিফাইনালে উঠেছেন কামাল, আব্দুল্লাহ, আলমগীর, কামরুল, জহির, মামুন,রাশেদ, রুহুল আমিন ও নুরুজ্জামান। মহিলা বিভাগের সেমিফাইনাল ও ফাইনাল আজ অনুষ্ঠিত হবে। এদিন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্টানের চেয়ারম্যান ও বিএসএ সভাপতি কাজী ফিরোজ রশিদ এমপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ