মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিআইএর সাবেক পরিচালক মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার সিনেটে ৫৭-৪২ ভোটে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক নির্বাচিত হন তিনি। গত মার্চে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলারসনকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় টিলারসনের জায়গায় পম্পেওকে পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু এজন্য সিনেটের অনুমোদনের প্রয়োজন ছিল। মার্কিন সিনেট রিপাবলিকান নিয়ন্ত্রিত। বৃহস্পতিবারের ভোটে রিপাবলিকান সিনেটররা সবাই পম্পেওর পক্ষে ভোট দিয়েছেন বলে জানায় বিবিসি। ছয় ডেমোক্রেট সিনেটর তাদের সঙ্গে যোগ দেন। যদিও ডেমোক্রেট নেতাদের অভিযোগ, পম্পেও যুদ্ধবাজ এবং মুসলিম বিরোধীদের আশ্রয়দাতা। নতুন পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর প্রশংসা করে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তিনি এমন একজন যিনি সব সময় যুক্তরাষ্ট্রনদের সর্বাগ্রে রাখবেন। মাইকের মত একজন দেশভক্ত আমাদের দেশের জন্য দারুণ সম্পদ হয়ে উঠবেন, বিশেষ করে ঐতিহাসিক এ সময়ে। তিনি তার অপার মেধা, শক্তি ও বুদ্ধিমত্তার সঙ্গে পররাষ্ট্র দপ্তর পরিচালনা করবেন। এরই মধ্যে পম্পেও উত্তর কোরিয়া সফর করে এসেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের বিষয়ে আলোচনার জন্যই তিনি সেখানে গেছেন। পম্পেও ওই সফরে কিমের সঙ্গে ‘সুসম্পর্ক গঠন করতে সক্ষম’ হয়েছেন বলে দাবি ট্রাম্পের। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।