পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
রাশিয়া বলেছে, মিথ্যা অজুহাতে আমেরিকাকে আর সিরিয়ায় হামলা করতে দেয়া হবে না। আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ওপিসিডব্লিউতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকসান্দার শুলগিন এ কথা বলেছেন। হেগে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার দৌমায় কথিত ঘটনার বিষয়ে রাশিয়ার অনুসন্ধান প্রতিবেদন তুলে ধরার সময় এ কথা বলেন তিনি। দামেস্কের বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক হামলার আশংকা রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সিরিয়ার বিরুদ্ধে আবারো হামলার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। দৌমা নিয়ে রুশ সেনা বাহিনীর তদন্তের কথা এ সময়ে তুলে ধরা হয়। সেখানে একটি ভবনে খালি দু’টি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে বলে রাশিয়ার জানিয়েছে। এর মধ্যে একটিতে বিমান হতে ফেলার উপযোগী কোনো ব্যবস্থা নেই। বোমার স্পিল্টারে ভবনের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও গ্যাস সিলিন্ডারের কোনো ক্ষতি হয়নি। এ ছাড়া, ওপর হতে কংক্রিটে পড়ার দাবি করা হলেও তাতে এ সিলিন্ডার পুরোপুরি অক্ষত রয়েছে বলে রুশ সামরিক সূত্র জানিয়েছে। খবরে বলা হয়, রাশিয়া বলেছে, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতায় কোনো সংশোধন বা কোনোকিছু যোগ-বিয়োগ করার সুযোগ নেই। পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্র থাকবে কিনা সে বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়ার সময়সীমা যখন ঘনিয়ে আসছে তখন মস্কো একথা বলল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা এসব কথায় খুবই উদ্বিগ্ন। পরমাণু সমঝোতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্ট যেসব কথা বলেছেন আমি তার কথা বলছি। রাশিয়া বার বার বলেছে যে, পরমাণু সমঝোতার বিষয়ে নতুন করে ভোট দেয়ার, পরিবর্তন করার কিংবা এর কলেবর বাড়ানোর কোনো সুযোগ নেই।” চলতি সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর করেন এবং সফরের শেষ পর্যায়ে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তব্যে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবেন। এদিকে, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এবং ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল গত বৃহস্পতিবার সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় এ সমর্থন ঘোষণা করেন। তিনি ইরানের পরমাণু সমঝোতা বা জেসিপিওএ’র ব্যাপারে ইসলামাবাদের অবস্থান ঘোষণা করে বলেন, এটি একটি আন্তর্জাতিক চুক্তি এবং সব দেশকে এটি মেনে চলতে হবে। মোহাম্মাদ ফয়সাল পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করতে এটিতে স্বাক্ষরকারী সব দেশের প্রতি আহ্বান জানান। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।