পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত উপ-হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে আগামী ৭ মের মধ্যে দায়িত্ব ছেড়ে ঢাকায় ফিরে আসতে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।
একই সঙ্গে হাইকমিশনে হামলা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।
গত ২১ এপ্রিল যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইকমিশনে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের ঘটনায় দূতাবাসের দায়িত্বশীলদের কঠোর সমালোচনা করে বক্তব্য দেয়ার চার দিনের মাথায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন পদক্ষেপ নেয়া হলো।
গত ৭ ফেব্রুয়ারি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরে সময় উপ-হাইকমিশনার খন্দকার তালহা ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালন করছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।