Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে একুশে উদযাপন

প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমুহে যথাযথ মর্যাদা, গুরুত্ব ও ভাব গাম্ভীর্যের সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসূচিতে ছিল প্রতীকী শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, সমবেত কণ্ঠ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি পরিবেশন, পবিত্র কুরআন থেকে তিলওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন, এক মিনিট নিরবতা পালন, বাণী পাঠ, রাষ্ট্রদূতদের স্বাগত বক্তব্য, উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। বাংলাদেশ দূতাবাস, ভিয়েনা, স্টকহোম, ম্যানিলা, কায়রো, বার্লিন, দি হেগ, বেইজিং, হংকং, মিলান, ম্যানচেস্টার, লিবসন, ব্রাসেলস, লন্ডন, নেপাল, ইয়াংগুন, রাবাত, সিউল, ভুটান, ব্যাংকক, করাচি, এথেন্স, সিংগাপুর, জাকার্তা, তাসখন্দ, মুম্বাই, জাপান, ভিয়েতনামসহ সকল বাংলাদেশ দুতাবাস প্রাঙ্গনে বিপুল সংখ্যক প্রবাসীর স্বতঃস্ফূর্ত ও স্বপ্রণোদিত অংশগ্রহণে এ অনুষ্ঠান পালিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানপর্বে প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন স্থানে স্বাগতিক দেশের শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। এ পর্বে উপস্থিত শিল্পী ও কলা-কুশলীবৃন্দ গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে একুশে উদযাপন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ