Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আলজেরিয়ায় আবার বাংলাদেশ দূতাবাস চালু

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : আলজেরিয়ায় গত ১৬ অক্টোবর পুনরায় বাংলাদেশের কূটনৈতিক মিশন চালু হয়েছে। বর্তমানে ব্রুনেই দারুসসালামে বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হাইকে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি অচিরেই সেখানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তিনি যোগ দেবার আগ পর্যন্ত সেখানে চার্জ দ্য অ্যাফেয়ার শাহজাহান দায়িত্ব পালন করবেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, বাংলাদেশ ১৯৭৩ সালের ১০ আগস্ট আলজেরিয়াতে কূটনৈতিক মিশন চালু করে। পরে ১৯৯৩ সালে তা বন্ধ করে দেয় তৎকালীন বাংলাদেশ সরকার। বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়া আরব দেশগুলোর অন্যতম হলো আলজেরিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলজেরিয়ায় আবার বাংলাদেশ দূতাবাস চালু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ