Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সেনাবাহিনী পানিক্রীড়া সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১০:৪২ পিএম, ২৬ এপ্রিল, ২০১৮

১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্যবস্থাপনায় বনানীস্থ আর্মি সুইমিং কমপ্লেক্সে গতকাল শেষ হল বাংলাদেশ সেনাবাহিনী পানিক্রীড়া (সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং)। প্রতিযোগিতায় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন দল ১২টি স্বর্ণ, ৪টি রৌপ পদকসহ ১৩১ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ২টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদকসহ ১৩০ পয়েন্ট পেয়ে ৬৬ পদাতিক ডিভিশন দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। ওয়াটার পোলো প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ১৯ পদাতিক ডিভিশন দল রানার আপ হয়। ৫৫ পদাতিক ডিভিশন দলের সৈনিক জুয়েল মিয়া শ্রেষ্ঠ সাঁতারু, সর্জেন্ট আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ ডাইভার এবং ১২টি গোল করে শ্রেষ্ঠ ওয়াটার পোলো খেলোয়াড় নির্বাচিত হন ৬৬ পদাতিক ডিভিশন দলের সৈনিক রফিকুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া কমান্ডার, সদর দপ্তর লজিষ্টিকস এরিয়া মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সকল দলের খেলোয়াড় ছাড়াও অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাবাহিনী

২২ ফেব্রুয়ারি, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২১
২২ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ