বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ৪ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরর্ক্ষী বাহিনী বিএসএফ। অবৈধভাবে ভারতে কাজ করতে যাওয়ায় তাদের আটক করা হয়। আটক শ্রমিকরা হলেন- উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাও মাইজ হাটি গ্রামের সফর উদ্দিনের ছেলে সলিম উদ্দিন (৩০), একই গ্রামের লাল চাঁন মিয়া (৩২), সুজন মিয়া (৩৫) ও সচিন্ড দাস (৩৮)।
বিজিবি ও আটকদের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বিএসএফ সীমান্তের ১১৯৫ নম্বর মেইন পিলার সংলগ্ন জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়ার ভেতরে কাজ করতে যায় ৪ বাংলাদেশি শ্রমিক। এক পর্যায়ে বিএসএফের বিশেষ টিম ব্যাটালিয়ন পুলিশ তাদের আটক করে।
চারাগাও বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. মোনায়েম খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ বাংলাদেশি শ্রমিক বিজিবির অগোচরে ভারতে কাজ করতে গিয়ে বিএসএফের ব্যাটালিয়ন পুলিশের হাতে আটক হয়েছেন।
আটক শ্রমিকদের ফিরিয়ে আনতে বিজিবি চেষ্টা করছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।