Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চান্দিনায় ৪ হাজার ইয়াবাসহ ডিবির এএসআই আটক

চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৮, ৪:৩১ পিএম

কুমিল্লার চান্দিনা উপজেলায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছির উদ্দিন (৩৮) নামে গোয়েন্দা (ডিবি) পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) করেছে চান্দিনা থানা পুলিশ। এসয়ম কাউসার (২৮) নামে এক সহযোগীকে আটক করা হয়েছে।
আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক নাছির উদ্দিন কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের দোতলা গ্রামের নূরু মিয়ার ছেলে। সে রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক পদে চাকরিরত আছেন। অপর সহযোগী কাউসার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার প্রতাপপুর গ্রামের বাসিন্দা।
চান্দিনা থানা পুলিশের একটি সূত্র জানায়, মহাসড়কের অভিযানের সময় মোটরসাইকেল যোগে দু’জন চান্দিনার দিকে আসছিলেন। এসময় সন্দেহজনক অবস্থায় তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে করা হয়েছে।
এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর নাছির উদ্দিন তার পরিচয় আড়াল করার চেষ্টা করে। বিভিন্ন সূত্রে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর সে তার পরিচয় স্বীকার করে।
ওসি বলেন, খোঁজ নিয়ে জানা যায়– নাছির উদ্দিন বর্তমানে রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখায় কর্মরত আছেন। বুধবার সকালে তাকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি নাছির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইয়াবা পাচারে আটক পুলিশ কর্মকর্তার কাছ থেকে আরও তথ্য নেওয়া হচ্ছে। এরপরে আদালতে পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ