Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

র‌্যাবের হাতে আনসার আল ইসলামের তিন সদস্য আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের সক্রিয় তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। রাজশাহী মহানগর পুলিশের বেলপুকুর থানার বানেশ্বর বাজার ও জামিরাগ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-৫ এর একটি দল গত রোববার রাতে এ অভিযান চালায়। আটকরা হলো- বেলপুকুর থানার পশ্চিম জামিরা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রাজু আহমেদ (২৪) এবং জামিরাগ্রামের আক্কাছ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) ও আকতার আলীর ছেলে ফরহাদহোসাইন (৩০)। গতকাল সকালে র‌্যাব-৫ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। রোববার রাত ৮টার দিকে বানেশ্বর বাজার থেকে প্রথমে রাজুকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করা হলে রাজু স্বীকার করেন যে, তিনি আনসার-আল-ইসলামের সক্রিয় সদস্য। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোররাতে ফরহাদ হোসাইন ও জাহাঙ্গীর আলমকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটকের সময় রাজুর কাছ থেকে দুটি মুঠোফোন ও তিনটি সীমকার্ড জব্দ করা হয়েছে। আর ফরহাদের কাছ থেকে দুটি জিহাদী বই, একটি মুঠোফোন, দুটি সীমকার্ড ও একটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ