বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এবার মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের ভেতর লুকিয়ে পাচারকালে ১১ হাজার পিস ইয়াবা আটক করেছে র্যাব। এসময় মোটর সাইকেল আরোহী মোঃ সোহেল মিয়াকে (২০) গ্রেফতার করা হয়। র্যাব জানায়, পটিয়া থেকে ইয়াবার চালানটি চট্টগ্রাম নগরীতে নিয়ে আসা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল রোববার রাত ১১টায় কর্ণফুলী থানার চরফরিদ এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায়। চেকপোস্টে মোটর সাইকেলটিকে থামার সংকেত দিলে সোহেল মিয়া মোটর সাইকেল নিয়ে পালাতে শুরু করে। পরে তাকে আটক করা হয়। তার দেখানো মতে, মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।