Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালীতে র‍্যাব এর হাতে অস্ত্র সহ আটক- ১, মোটর সাইকেল জব্দ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ৯:০১ এএম

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় একটি ওয়ান শুটারগান সহ মোঃ শামিম (১৯) নামে এক যুবককে আটক করেছেন র‍্যাব।

শনিবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকা থেকে অস্ত্র ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটক ব্যাক্তি হোয়াইক্যং নয়াবাজার এলাকার নুর হোসেনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ সদর দপ্তরের সিঃ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউপি ঝিমংখালী জামে মসজিদের গেইটের সামনে টেকনাফ -কক্সবাজারগামী সড়কে উপর একজন মাদক কারবারি মোটরসাইকেলসহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল উক্ত এলাকায় অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ওই ব্যক্তির দেহ তল্লাশি করে দেশীয় তৈরি একটি ওয়ানশুটারগান পাওয়া যায়।

তিনি আরো বলেন, জিজ্ঞেসাবাদে জানা যায়,সেই মাদক ব্যবসার পাশাপাশি অস্ত্র কেনাবেচা করেন।উদ্ধারকৃত অস্ত্র ও জব্ধকৃত
মোটরসাইকেলসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোটর সাইকেল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ