পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন কাজী আলমগীর। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ১৬ এপ্রিলের এক প্রজ্ঞাপন বলে পদোন্নতি প্রাপ্ত হয়ে -এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি গত ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ থেকে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে রাকাব-এ কর্মরত ছিলেন। সুদীর্ঘ চাকুরি জীবনে তিনি অগ্রণী ব্যাংকে শাখা ব্যবস্থাপক, অঞ্চল প্রধান, সার্কেল প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালী, জার্মানী, ফ্রান্স, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কাজী আলমগীর ১৯৮৬ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে তাঁর চাকুরী জীবন শুরু করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।