Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ২ পত্রিকা সম্পাদককে তারেকের লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ৩:১৮ পিএম

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পত্রিকা ‘কালের কণ্ঠ’ ও ‘বাংলাদেশ প্রতিদিন’ সম্পাদককে লিগ্যাল নোটিশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন’ এমন বক্তব্য দেয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে এবং তারেক রহমানের বক্তব্য না নিয়ে সে সংবাদ প্রকাশের জন্য দুই পত্রিকা ‘কালের কণ্ঠ’ ও ‘বাংলাদেশ প্রতিদিন’ সম্পাদককে এই নোটিশ দেয়া হয়।

তারেক রহমানের পক্ষে বিএনপির আইন সম্পাদত ব্যরিষ্টার কায়সার কামাল বিবাদীদের ঠিকানায় রেজিস্টার ডাকযোগে আজ সোমবার এই নোটিশ প্রেরণ করেন।

নোটিশে ‘তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন’ এমন বক্তব্যের সত্যতা আগামী ১০ দিনের মধ্যে প্রমান করতে শাহরিয়ার আলম ও দুই পত্রিকা সম্পাদককে বলা হয়েছে। অন্যথায় প্রকাশ্য ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে ফৌজদারী ও দেওয়ানী মামলা দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়েছে।।

এছাড়া তারেক রহমানের বক্তব্য না নিয়ে দুই পত্রিকায় সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতি বিরোধী বলেও নোটিশে বলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিগ্যাল নোটিশ

৯ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ