Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে শিশুর পা গুড়িয়ে দিলো সৎ মা

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মা আমাকে ছেড়ে দাও মা, আর কোনদিন খেলতে যাব না, আমাকে মেরো না মা, আমার পা ভেঙ্গে গেছে। তুমি আমাকে ছেড়ে দাও আমি এ বাড়ী থেকে চলে যাব আর কোন দিন আসবো না। অবুঝ শিশুর এ আকুতিতে মন গলেনি পাসন্ড সৎ মার। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামে খেলাধূলা করার অপরাধে বায়েজিদ হোসেন নামে তিন বছরের এক শিশুর পা গুড়িয়ে দিলেন সৎ মা। শিশুটিকে আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা পা নিয়ে বেডে কাতরাচ্ছে শিশুটি।
শিশুটির নানী ও গ্রাম বাসী জানায়, উপজেলার কানুপুর গ্রামের ময়নুল ইসলামের প্রথম স্ত্রী কবিতা বেগম এক বছর আগে মারা যাওয়ার পর দ্বিতীয় বার বিয়ে করেন আরবি বেগমকে। বিয়ের পর থেকে শিশুটিকে সহ্য করতে পারেন না তার সৎ মা আরবি বেগম। রবিবার শিশুটি বাড়ির বাহিরে খেলাধুলা করছিল। এসময় তার সৎ মা শিশুটিকে বাড়িতে ডাকছিলেন। শিশুটির আসাতে দেরী হওয়ায় সৎ মা তাকে মারপিট করতে করতে ঘরের মধ্যে নিয়ে যায়। এরপর নির্যাতনের এক পর্যায়ে বায়েজিদ হোসেনের বাম পা দুমড়ে মুচড়ে ভেঙ্গে দিয়ে ঘরের মধ্যে আটকে রাখে। শিশুটির চিৎকারে দাদী মরিয়ম বেগম এগিয়ে এসে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় শিশুটির দাদী বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলার প্রস্ততি চলছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বিষয়টি আমি জেনেছি তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ