Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোসাদের বিরুদ্ধে মালয়েশিয়ায় ফিলিস্তিনি প্রভাষককে হত্যার অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ৬:৫৬ এএম

মালয়েশিয়ায় ফিলিস্তিনের একজন প্রভাষকের হত্যাকাণ্ডের পেছনে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ জড়িত বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন।

মালয়েশিয়ার পুলিশ আজ (শনিবার) জানিয়েছে, ৩৫ বছর বয়সী ফাদি মুহাম্মাদ আল-বাত্‌শ নামে এক ফিলিস্তিনি প্রভাষককে দুই বন্দুকধারী গুলি করে হত্যা করেছে। রাজধানী কুয়ালালামপুরে নিজ বাড়ির সামনে মোটর সাইকেল আরোহীরা ফাদি মুহাম্মাদের ওপর গুলি চালায়।

কুয়ালালামপুর পুলিশের প্রধান মাজলান লাজিমের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা বলছে, সন্ত্রাসীরা প্রভাষককে লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি চালায় যার মধ্যে চারটি তার মাথায় ও দেহে লাগে। তিনি ঘটনাস্থলেই নিহত হন।

মাজলান জানান, সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায়, প্রভাষক ফাদি মুহাম্মাদের আসার জন্য সন্ত্রাসীরা ঘটনাস্থলে প্রায় ২০ মিনিট অপেক্ষা করেছে। ফাদি মুহাম্মাদ ফজরের নামাজ জামায়াতে পড়তে মসজিদে যাওয়ার জন্য বাড়িরে বাইরে বের হলে সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। তিনি মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন।

হত্যাকাণ্ডের জন্য তার পরিবার ও জিহাদ আন্দোলন মোসাদকে দায়ী করেছে। মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি বলেছেন, তার সরকার বিদেশী এজেন্টদের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করে নি। তবে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয় নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোসাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ