বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের মুকসুদপুরে অপহৃত স্কুলছাত্রীকে (১৪) রাজবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। রাজবাড়ী জেলার শাহিনকাঠি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় পহরনকারী নাঈম শেখকে (২১) পুলিশ গ্রেফতার করে। নাঈম শেখ রাজবাড়ী জেলার শাহিনকাঠি গ্রামে সিদ্দিক শেখের ছেলে ম মুকসুদপুর থানার জলিরপাড় পুলিশ ক্যাম্পের এসআই নব কুমার ঘোষ জানান, গত ১২ ফেব্রুয়ারী গোহালা ইউপির গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সকালে বাড়ি থেকে বের হয়ে গোহালা গ্রামের শিক্ষকের কাছে প্রইভেট পড়তে যায়। প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অপহরনকারীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে ওই শিক্ষার্থীর পিতা ৬ জনকে আসামী করে মুকসুদপুর থানায় ১৭ এপ্রিল একটি অপহরণ মামলা দায়ের করেন। তারপর পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে। গত ১৯ এপ্রিল জলিরপাড় পুলিশ ক্যাম্পের পুলিশ রাজবাড়ী জেলার শাহিনকাঠি গ্রামে নাঈম শেখের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নব কুমার ঘোষ আরো জানান, ওই ছাত্রীকে আদালতের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরনকারী নাঈম শেখকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।