বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে হিন্দু ধর্মাবলম্বী এক স্কুলছাত্রী অপহৃত হওয়ার এক মাস ২০ দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানী ঢাকার খিলক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় মামলার প্রধান আসামি আকাশ আহমেদ (২০)কে পুলিশ গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মামলা হওয়ার ওই রাতেই পুলিশ আরও তিন তরুণকে গ্রেপ্তার করে টাঙ্গাইল কারাগারে পাঠায়।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে মেয়েটির বাবা খুশিমোহন চন্দ্র সরকার বাদী হয়ে আকাশ আহমেদসহ চারজনকে আসামি করে সখিপুর থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়া আকাশ আহমেদ উপজেলার কালিদাস গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। আকাশ রাজধানী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি দিনদুপুরে আসামিরা নবম শ্রেণিতে পড়ুয়া হিন্দু ধর্মাবলম্বী মেয়েটিকে অপহরণ করে একটি সিএনজিচালিত অটোরিকশায় জোরপূর্বক তুলে নিয়ে যায়। ওই সময় সম্মান হারানোর ভয়ে মেয়ের বাবা মামলার আশ্রয় না নিয়ে মেয়েটিকে উদ্ধারে আসামিদের অভিভাবকদের কাছে সহায়তা চান। অভিভাবকরা ব্যর্থ হওয়ায় মেয়েটির বাবা ঘটনার ছয় দিন পর গত ২১ ফেব্রুয়ারি রাতে অপহরণ মামলা করেন।
সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিনের চেষ্টা ও তথ্য প্রযুক্তির সহায়তায় এক মাস ২০দিন পর রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। মেয়েটিকে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা তা জানার লক্ষে মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।