বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার সদর এ ঈদগাঁও এলাকার নাসিখাল থেকে দু’দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী লাশটি কক্সবাজার সদরের খরুলিয়া ঘাটঘর এলাকার মৃত আবু ছৈয়দের পুত্র আবদুল খালেক বলে পরিবার এর সসদস্যরা নিশ্চিত করেছেন। মৃত আবদুল খালেক গত এক সপ্তাহ পূর্বে নিখোঁজ হয়েছিলেন এবং ৬ মাস পূর্বে তার বিয়ে হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মৃত ব্যক্তির স্ত্রী এবং স্ত্রী এর ভগ্নীপতিকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ গ্রেফতার করেছে। তাছাড়া এই ঘটনায় জড়িত আরো অনেককে গ্রেপ্তার এর প্রক্রিয়া অব্যাহত রয়েছে জানান পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটি পরকীয়া জনিত খুন বলে পুলিশ ধারণা করলেও ঘটনার সাথে জড়িত মূল আসামী কে তা জানা যায়নি। তবে পুলিশ এ ব্যাপারে তৎপর রয়েছে। মডেল থানার ওসি জানান, আশা করছি খুব তাড়াতাড়ি এই ঘটনার মূল উদ্ধার করা সম্ভব হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।