নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চলতি বছরের অন্যতম আলোচিত ক্রিকেট টুর্নামেন্টে ছিল ‘নিদাহাস ট্রফি’। শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি ছিল দুটি দেশ- বাংলাদেশ ও ভারত। টুর্নামেন্টের আগে আয়োজক শ্রীলঙ্কা আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, টুর্নামেন্ট শেষে সেটার চেয়ে প্রায় ৪৮২ গুণ বেশি আয় করেছে!
তিন জাতির এই টুর্নামেন্ট আয়োজনের সূচনা থেকেই অনেক উম্মাদনা তৈরী হয়। তবে টুর্নামেন্টে ভারতের শীর্ষ সারির দল না পাঠানোতে সেটিতে কিছুটা ভাটা পড়ে। এর পাশাপাশি তিন দেশের এই টুর্নামেন্টের ফাইনালে ছিল না আয়োজক শ্রীলঙ্কা। এরপরেও এমন আয়ে দারুণ খুশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। নিদাহাস ট্রফি থেকে ৬৫ কোটি রুপি আয়ের কথা ভেবেছিল শ্রীলঙ্কা। কিন্তু শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়া স্বত্ব বিক্রি থেকে এসেছে ১২৬ কোটি রুপি!
চলতি বছরের মার্চে শ্রীলঙ্কায় বসে ‘নিদাহাস ট্রফি’। শুরুতে এ টুর্নামেন্ট থেকে ১৯ কোটি ৫০ লাখ রুপি লাভ করার কথা আশা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু ঘরের মাঠের টুর্নামেন্টে ফাইনালে খেলতে না পেরেও লক্ষ্যমাত্রার বহুগুণ আয় করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই প্রসঙ্গে বোর্ড প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা শুক্রবার (২০ এপ্রিল) জানান, ‘শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সবচেয়ে সফল ত্রিদেশীয় সিরিজ এটি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।