Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পরিচ্ছন্ন অভিযান

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

রাজশাহীতে পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করেছে মহানগর পুলিশ। শনিবার মহানগর পুলিশের সদর দপ্তরে এ কর্মসূচীর উদ্বোধন করেন আরএমপি কমিশনার মো: মাহাবুবর রহমান পিপিএম। ঝাঁটা হাতে ঝাড়– দিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করেন। আরএমপি সদর দপ্তর ছাড়াও আরএমপি পুলিশ লাইন, উপ-পুলিশ কমিশনারের অফিসসমূহ, ১২টি থানা, ট্রাফিক অফিস, ডিবি অফিস, পুলিশ ফাঁড়িতেও এ কর্মসূচী পালিত হয়। বেলা ১১টায় আরএমপির সকল ইউনিটে একযোগে এ কর্মসূচী শুরু হয়। মূলতঃ অফিস কক্ষসহ অফিস প্রাঙ্গন পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পুলিশ কমিশনার এ উদ্যোগ গ্রহণ করেন। কর্মসূচী উদ্বোধনকালে আরএমপি পুলিশ কমিশনার মাহাবুবর রহমান সকল ইউনিট ইনচার্জকে নিজ নিজ অফিস প্রাঙ্গন সব সময় পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন। এ সময় পরিস্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে পুলিশ কমিশনার বলেন, শুধু অফিস প্রাঙ্গন নয় নিজ নিজ আবাসস্থলও পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেট্রোপলিটন

১৪ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ