পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
সম্প্রতি ঢাকা মেট্টোপলিটন পুলিশ ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনারের কার্যালয়ে পারটেক্স স্টার গ্রæপের পক্ষ থেকে সিএসআর কার্যক্রমের আওতায় ২০০০ ছাতা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে পারটেক্স স্টার গ্রæপের পক্ষে মো. কামরুজ্জামান, সিওও (কমপেন্টক্স-১) ঢাকা মেট্টোপলিটন পুলিশ ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মোছলেহ্ উদ্দিন আহমদের নিকট ছাতা হস্তান্তর করেন। এ সময় মো. কামরুজ্জামান বলেন, ঢাকাকে যানজটমুক্ত করার লক্ষ্যে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তাদের এই চেষ্টাকে নিপুন করার লক্ষ্যে ছাতা প্রদান একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। এই ছাতা ব্যবহার করে ট্রাফিক পুলিশগণ রোদ, বৃষ্টি বাদলেও নির্বিঘেœ তাদের দায়িত্ব পালন করতে পারবেন। উক্ত অনুষ্ঠানে স্টার পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডের জিএম সেলস্, সৈয়দ কাইয়ূম হাসান, পারটেক্স স্টার গ্রæপ (কমপেন্টক্স-১)-এর ডিজিএম মার্কেটিং, তারেক আজিজ এবং ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ট্রাফিক দক্ষিণ)-এর যুগ্ম কমিশনার মো. মফিজ উদ্দিন আহমে§দ সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।