Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের উদ্যোগে ‘ম্যানেজমেন্ট অব ভাস্কুলার ডিজিজ অব দ্যা হার্ট-এডভানসেন্স এন্ড লিমিটেসন্স’ শীর্ষক এক সেমিনার গত রোববার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। মা ও শিশু হাসপাতাল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এস এম মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মা ও শিশু হাসপাতালের কার্যকরী পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এস এম ফজলুল করিম। বিশেষ অতিথি ছিলেন মা ও শিশু হাসপাতালের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদিকা ডা. আনজুমান আরা ইসলাম। সেমিনারে দুটি আর্টিকেল উপস্থাপন করা হয়। ‘ভালবুলার হার্ট ডিজিজ’ শীর্ষক আর্টিকেল উপস্থাপন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের কার্ডিয়াক সাইন্সের পরিচালক এবং কার্ডিয়াক সার্জন ডা. সুনীল বাসাভারাজ। কনজেনিটাল হার্ট প্রসিডিউর শীর্ষক আর্টিকেল উপস্থাপন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের চীফ কার্ডিয়াক সার্জন ডা. সরওয়ার কামাল। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন মা ও শিশু হাসপাতালের কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ডা. এম জালাল উদ্দিন। বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ডা. এফ এ আর শোকরানা। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্ভিসেস ও বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার মো. মোমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সাইন্টিফিক সেমিনারে উপস্থিত ছিলেন সিনিয়র ডিজিএম ল্যাব এ বি জিয়া উদ্দিন হোসেন, পিএ টু এমডি মো. কলিম উল্লাহ প্রমুখ।

 



 

Show all comments
  • আতাউল হক ৩০ এপ্রিল, ২০২০, ১২:২৩ এএম says : 0
    আমার একটা রোগীর এই মুহুর্তে অনেক বেশি কষ্টের মধ্যে আছে আমি কিভাবে ডাক্তারের সাথেই দেখা করতে পারি বা সেবা নিতে পারি একটু বলবেন প্লিজ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে সেমিনার অনুষ্ঠিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ