Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অশালীন ভিডিও প্রচার, বন্ধ হলো নারী শরীরচর্চা কেন্দ্র সউদীতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সউদী আরবের রাজধানী রিয়াদের একটি নারী শরীরচর্চা কেন্দ্র বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গত শুক্রবার বন্ধ হওয়া কেন্দ্রটির বিরুদ্ধে অভিযোগ : আঁটসাঁট পোশাক পরা এক নারীর শরীরচর্চার ভিডিও প্রচার করেছে তারা। সউদী আরবের ক্রীড়া বিভাগের প্রধান তুর্কি আল-শেখ টুইটারে বলেন, ‘আমরা এ ধরনের কার্যকলাপ বরদাস্ত করব না।’ তিনি ওই কেন্দ্রের ছাড়পত্র বালিতের নির্দেশ দিয়েছেন। সউদী যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টা তুর্কি এই ভিডিওটির সঙ্গে কারা জড়িত তদন্ত করে তা বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ভিডিওটিতে একজন নারীকে চুল খোলা অবস্থায় পাঞ্চিং ব্যাগে লাথি মারতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সউদী আরব স¤প্রতি নারীদের গাড়ি চালানোর অধিকার এবং স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি দিয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অশালীন ভিডিও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ