Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজায় ৪ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১০:১৯ এএম

গাজায় ফিলিস্তিনিদের প্রতিবাদ সমাবেশে গুলি চালিয়ে ইসরায়েলি বাহিনী আরও চারজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ৭২৯ জন।

স্থানীয় সময় শুক্রবার (২০ এপ্রিল) এ ঘটনা ঘটে। এ খবর জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

৩০ মার্চ থেকে চলা প্রতি শুক্রবারের এ প্রতিবাদ সমাবেশের এটি ছিল চতুর্থ কর্মসূচি। এর আগে এই প্রতিবাদ সমাবেশে ইসরায়েলি বাহিনী ৩৯ জনকে হত্যা করে।

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানায়, শুক্রবার গাজা উপত্যকার উত্তরের জাবালিয়ার মোহাম্মদ ইব্রাহিম আইয়ুব নামে ১৫ বছরের একজনসহ মোট চারজনকে হত্যা করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদরি জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর এ হামলায় ৪৫ জন শিশুসহ কমপক্ষে ৭২৯ জন আহত হন।

নিহত চারজনের তিনজন হলেন- আহমেদ রশিদ (২৪), আহমেদ আবু আকিল (২৫) এবং সাদ আব্দুল মজিদ আব্দুল আল আবু তাহা (২৯)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ