Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সের রাজপথে হাজার হাজার রেল শ্রমিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সংস্কারের সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে বিক্ষোভ করেছেন হাজার হাজার রেল শ্রমিক। তদের সঙ্গে যোগ দিয়েছেন সরকারি কর্মী ও শিক্ষার্থীরাও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের আকার প্রত্যাশার চেয়ে কম ছিল। জনসমাগম নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অকারেন্স জানায়, প্যারিসে মিছিলে অংশ নেয় ১৫ হাজার। পুলিশের দাবি এই সংখ্যা ১১ হাজার ৫০০। আয়োজকদের দাবি, ৫০ হাজার মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন। বিক্ষোভকারীরা বলেন, ‘আমরা এখানে জনগণের সেবায় নিয়োজিত। দাবি আদায় না হলে পুরো গ্রীষ্ম জুড়েই আমরা এই আন্দোলন চালিয়ে যাবো।’ শান্তিপূর্ণ এই আন্দোলনে মাঝে মাঝে সহিসংতার ঘটনা ঘটেছে। কালো মুখোশ ও হুডিতে কয়েকজন দোকানের কাঁচও ভেঙে ফেলে। কিছুদিন আগেই শ্রমক্ষেত্রে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ করে ফরাসি রেলকর্মীরা। চলতি মাসের শুরুতে ফ্রান্সের রাষ্ট্রীয় রেল প্রতিষ্ঠান এসএনসিএফ-এর কর্মীরা তাদের তিন মাসব্যাপী ধর্মঘট শুরু করেন। জ্বালানি ও আবর্জনা পরিষ্কার বিভাগের কর্মীরাও এই ধর্মঘটে অংশগ্রহণ করবেন বলে প্রকাশ। আগামী জুন মাস অবধি এসএনএফসি রেলকর্মীরা প্রতি পাঁচ দিনের মধ্যে দু’দিন করে কাজ করবেন। ফ্রান্সে প্রায় ৪৫ লাখ মানুষ প্রতিদিন রেল ব্যবহার করে থাকেন। আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্সের

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ