Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ সীমান্তে গরু-মহিষসহ ৩০ চোরাকারবারী আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে অবৈধভাবে ভারত হতে গরু পারাপারের সময় বাংলাদেশি ৩০ গরু চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। এসময় ৪৭টি গরু ও দুটি মহিষ জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় বলা হয়েছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে সীমান্তে টহলে ছিল ওয়াহেদপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। এসময় প্রায় ৪০-৫০ জন চোরাকারবারী ভারত হতে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় ৩০ জনকে ৪৯টি গরু-মহিষসহ আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। এঘটনায় সুবেদার মো. আবদুল মালেক বাদি বৃহস্পতিবার রাতে ৩০ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীমান্তে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ