Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে আ’লীগ নেতা কারাগারে

বিয়ে নিয়ে প্রতারণা মামলা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকিয়া ও বিয়ে নিয়ে প্রতারনার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে গেলেন বরিশালের মেহেদিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান লালু। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জ এলাকার এক প্রবাসীর স্ত্রী রোকেয়া বেগম মিজানুর রহমান লালুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। রোকেয়া বেগম মামলার আর্জিতে অভিযোগ করেন, দীর্ঘদিন যাবত তার সঙ্গে লালুর প্রেম ও অনৈতিক সম্পর্কের ফলে তিনি গর্ভবতী হলে ২০১৪ সালে ৫০ হাজার টাকা কাবিনে তাদের বিয়ে হয়। রোকেয়া বেগম একটি কন্যা সন্তান জš§ দেন। এদিকে নানা ছলচাতুরীর মাধ্যমে বিভিন্ন সময়ে লালু তার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। চলতি বছরের শুরুতে লালু রোকেয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং বিয়ে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ রোকেয়া গত ৬ মার্চ লালুর বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক আইনে মামলা দায়ের করেন। লালু আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ’লীগ নেতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ