মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ছেলের বিয়েতে অতিথিদের ভারতে নিষিদ্ধ ঘোষিত গোশত পরিবেশনের সন্দেহে ঝাড়খন্ড রাজ্যের কোদেরমা জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তিকে লাঞ্ছিত ও মারধর করার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বাড়ি ও গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর জেলার নওয়াদি ও এর আশপাশের গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার কয়েকজন গ্রামবাসী ওই ব্যক্তির বাড়ির পাশের মাঠে পশুর ক্ষুর ও হাড় পড়ে থাকতে দেখে। তাদের অভিযোগ, গত সোমবার রাতে ছেলের বিয়েতে অতিথিদের নিষিদ্ধ ঘোষিত গোশত খাওয়ানো হয়। এ সন্দেহে গ্রামবাসী ওই ব্যক্তিকে মারধর করে মারাত্মকভাবে জখম করে। পরে আশপাশের বেশ কিছু বাড়ি ও গাড়ি ভাঙচুর করে। কোদেরমা পুলিশ সুপার শিবানী তিওয়ারি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য গ্রামগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। কেউ যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো সমস্যা সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে পুলিশ কঠোর নজরদারি করছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।