প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
যখন বলিউডে সুপারস্টার সালমান খানের সঙ্গে তার বিয়ে নিয়ে ব্যাপক জল্পনাকল্পনা চলছে রোমানিয়ার সুন্দরী ইউলিয়া ভান্তুর জানিয়েছেন অচিরই বিয়ে করার কোনও পরিকল্পনা নেই তার।
এই বছরের শেষেই সালমানের সঙ্গে তার বিয়ে হতে যাচ্ছে এমন এক গুজবের জবাব দিয়েছেন তিনি তার ইনস্টাগ্রামের মাধ্যমে। এছাড়া একজন গায়কে সঙ্গে তার আগে বিয়ে হয়েছিল এমন রটনারও প্রতিবাদ করেছেন তিনি। “প্রিয় বন্ধুরা, কোনই গুজবে প্রতিক্রিয়া দেখাবার প্রয়োজন বোধ করি না... কিন্তু এখন আমি বলতে চাই, আমার আগে বিয়ে হয়নি আর বিয়ের পোশাক পরার জন্য আমার কোনও তারা নেই। স্রষ্টা আমাদের মঙ্গল করুক!,” তিনি লিখেছেন।
দীর্ঘদিন ধরেই সালমান আর ইউলিয়ার সম্পর্ক নিয়ে লেখালেখি হচ্ছে তবে তারা কখনও এ বিষয়টি নিয়ে মন্তব্য করেননি।
সম্প্রতি সালমানের মা সালমা আর বোন আলভিরার সঙ্গে ইউলিয়াকে মুম্বাই বিমানবন্দরে দেখা গেলে তাদের বিয়ের গুজব রটেন যায়। এরপর প্রীতি জিন্তার বিয়েতেই তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়।
এক অনুষ্ঠানে বিয়ে সম্পর্কে মন্তব্য করতে বললে সালমান তা বাতিল না করে জানান, তিনি মিডিয়াকে তার বিয়ের খবর জানাবেন না বরং টুইট করে ভক্তদের জানাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।