Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌবাহিনী ভলিবলে চ্যাম্পিয়ন তিতুমীর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ নৌবাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা গতকাল খুলনাস্থ নৌবাহিনী ঘাঁটি বানৌজা তিতুমীর ক্রীড়া কমপ্লেক্স মাঠে শেষ হয়েছে। খুলনাস্থ নৌবাহিনী ঘাঁটি তিতুমীরের সার্বিক ব্যবস্থাপনায় গত ১১ এপ্রিল শুরু হওয়া এ প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৯টি দল অংশগ্রহণ করে। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় বানৌজা ঈসা খানকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বানৌজা তিতুমীর দল। বিজয়ী দলের রিয়াজ হাওলাদার, পিএম-১ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হন। সমাপনী দিনে কমডোর কমান্ডিং খুলনা কমডোর সামসুল আলম, (জি), এনইউপি, এনডিইউ, পিএসসি, বিএন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় উর্ধ্বতন নৌ কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক নৌ সদস্যসহ ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভলিবলে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ