Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে বৃষ্টি-বন্যায় ৬৭ জনের মৃত্যু

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও গিলগিত-বাল্টিস্থানে অবিরাম বৃষ্টি ও আকস্মিক বন্যায় গত রোববার ৬৭ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া নারী ও শিশুসহ এই দুর্যোগে আহত হয়েছে আরো ৭০ জন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের শাংলা। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা সেল বলছে, দুর্যোগে রাজ্যটিতে ১৯ জন মারা গেছে। আহত হয়েছে আরও ৩০ জন। অবিরাম বর্ষণের ফলে ওই রাজ্যের শাংলা, কোহিস্তান, সোয়াত ও মালাকান্দের বিভিন্ন স্থান বন্যার পানিতে তলিয়ে গেছে। বহু সড়ক পানিতে ডুবে গেছে। বেশ কিছু সেতু ভেঙে গেছে। এ ছাড়া মালাকান্দের বিভিন্ন অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃষ্টি ও বন্যা সংক্রান্ত দুর্যোগে পেশোয়ারে ৩৬ ও কোহিস্তানে আরো ১২ জন মারা গেছে। পেশোয়ারে আহতের সংখ্যা ২৭। বন্যাদুর্গত এলাকগুলোতে তাঁবু ও বিভিন্ন ত্রাণসামগ্রী সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা সেল। পেশোয়ারে গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। আগামী কয়েক দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে দফতরটি আরো জানিয়েছে। এদিকে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে খান খাওয়ার ও সিন্ধু নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানে বৃষ্টি-বন্যায় ৬৭ জনের মৃত্যু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ