পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
প্রেস বিজ্ঞপ্তি : অবৈধভাবে গ্যাস ব্যবহার, গ্যাস কারচুপি রোধকল্পে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ লাইন সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানসমূহের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে অবৈধভাবে রাইজার উত্তোলন করে গ্যাস সংযোগ গ্রহণ করায় ঢাকার কদমতলী এলাকায় একটি বেকারী ও একটি মশার কয়েল কারখানার গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক বেকারী কারখানার নিকট হতে ১ লাখ টাকা এবং মশার কয়েল কারখানার নিকট হতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গাজীপুর এলাকায় মেসার্স সামী টেক্সটাইল লি. ও ১টি নামবিহীন হেটেল, কামরাঙ্গীরচর এলাকায় রবিন ফুড প্রোডাক্টস ও প্রিয় কনফেকশনারী-এর গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। মেসার্স সামী টেক্সটাইল লি.ও প্রিয় কনফেকশনারী প্রতিষ্ঠানদ্বয়কে ১ লাখ টাকা করে, রবিন ফুড প্রোডাক্টাস-কে ৫০ হাজার টাকা ও ১টি নামবিহীন হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করে। গাজীপুরের টংগী এলাকায় মেসার্স ইএইচ ফেব্রিক্স লি, মেসার্স হর্ণবিল এ্যাপারেলস লি. (ক্যাপটিভ পাওয়ার), সোনারগাঁও এলাকায় মেসার্স অনন্ত ডেনিম টেক লি.-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গাজীপুর এলাকায় মেসার্স ইকো ওয়াশিং লি. ও মেসার্স নিশা এ্যাপারেলস লি., টংগী এলাকায় মেসার্স সিমটেক্স লি., কম্প্রেসার ব্যবহার করায়, জিঞ্জিরা এলাকায় মেসার্স ইসমাইল প্রিন্ট কৌটার ফ্যাক্টরী-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বন্দর এলাকায় মেসার্স মায়ের দোয়া ভান্ডারী হোটেল, নিউ কোবরা কয়েল ফ্যাক্টরী, মোকতার হোটেল, খাজা হোটেল, ভান্ডারী হোটেল, সোনারগাঁও এলাকায় সবুজ পাতা রেস্টুরেন্ট ও মোহাম্মদীয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট, হোসেন রেস্তোরা, একবেলা রেস্তোরা, মায়ের দোয়া মিষ্টান্ন ভান্ডার, তাহের হোটেল এন্ড রেস্টুরেন্ট, বিসমিল্লাহ বেকারী, বটপাতা হোটেল ও আমীর হোসেন হোটেল, জেট এন্ড কে কোম্পানি ও এস এস কেমিক্যাল-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বকেয়া বিলের কারণে ময়মনসিংহের মুক্তাগাছায় জে. কে. ফুড প্রোডাক্ট, মানিকগঞ্জ এলাকায় মেসার্স সুলতান বেকারী, মেসার্স আল-মোবারক হোটেল, মেসার্স দিলদার ফুড প্রোডাক্টস, সাভার এলাকায় মেসার্স বিশ্বাস সিনথেটিক্স (হাউজ লাইন বুস্টার স্থাপন), মেসার্স ফাহামি ইন্ডাস্ট্রিজ ও মেসার্স মিরাকল এক্সেসরিজ, মেসার্স আল মদিনা ট্যানারি, মেসার্স সমতা কমপ্লেক্স, মেসার্স আরব চিড়া মিল, মেসার্স হট ড্রেস লিমিটেড, গাজীপুর এলাকায় মেসার্স এ এম সি সুয়েটারস লি., কোনাবাড়ীর বিসিক এলাকায় মেসার্স আক্তার ক্যাপস, কালিয়াকৈরে রাজীব মিস্টান্ন ভান্ডার, ফতুল্লা এলাকায় মোল্লা পেপার প্রোডাক্টস, ভাই ভাই রি-রোলিং মিল্স, জাকির মেটাল ইন্ডাস্ট্রিজ ও বুশরা রেস্টুরেন্ট এন্ড মিনি চাইনিজ, তেজগাঁও এলাকায় এ্যাপারেল এইড লি. ও শোভন ওয়াশিং প্লান্ট লি., জিঞ্জিরায় মেসার্স আসলাম লন্ড্রি-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মানিকগঞ্জ এলাকায় মেসার্স জে এন্ড জে সিএনজি ও ক্যাপটিভ পাওয়ার-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানকালে গাজীপুরের বিভিন্ন এলাকায় ২” ব্যাসের ১,০৬,৯৬৩ ফুট, সাভার এলাকায় বিভিন্ন ব্যাসের ৫৭,৪১৯ ফুট, মোহাম্মদপুর, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় ২” ও ৩” ব্যাসের ১৮,৬৪০ ফুট, মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় ২” ও ৩” ব্যাসের ১৩,১২৩ ফুট এবং কোম্পানীর বিভাগীয় টীম কর্তৃক টঙ্গীর বিভিন্ন এলাকায় ৩/৪”, ১” ও ২” ব্যাসের ৩,৮৮২ ফুট, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বিভিন্ন ব্যাসের ১,৪১০ ফুট, সোনারগাঁও এলাকায় ১” ও ২” ব্যাসের ৬,৫৬২ ফুট, তুরাগ থানা, উত্তরখান ও টাঙ্গাইলের মির্জাপুরে ২” ব্যাসের ২,৩২৮ ফুট, কুনাপাড়া ও শান্তিবাগে ১” ব্যাসের ১০০ ফুট, নারায়ণগঞ্জ এলাকায় বিভিন্ন ব্যাসের ১৬,৪০৫ ফুট, চন্দ্রা এলাকায় ১” ব্যাসের ২,২০ ফুটসহ সর্বমোট ২,২৭,০৫২ ফুট অর্থাৎ ৬৯.২০ কি.মি. অবৈধভাবে স্থাপিত গ্যাস পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন/অপসারণ করা হয়। এর ফলে প্রায় ২৬,৫৩৩ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মার্চ মাসে ৩৪ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীদেরকে সর্বমোট ৪ লক্ষ ৪২.৫ হাজার টাকা জরিমানা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।