Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমাপনী পরীক্ষার ফল ও বৃত্তিতে বসুরহাট একাডেমি শীর্ষে

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐহিত্যবাহী বসুরহাট একাডেমি ২০১৭ সনের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে ও বৃত্তিপ্রাপ্তিতে উপজেলার মধ্যে সবার শীর্ষে অবস্থান। ২০১৭ সনে এ স্কুল থেকে ১১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফলে ৭৩ জন এ+সহ শতভাগ পরীক্ষার্থী পাশ করে। চট্টগ্রাম বিভাগের মধ্যে ফলাফলে এ স্কুল অষ্টম স্থান অর্জন করে। এর আগে ২০১০ সালে সারাদেশের মধ্যে ১৬তম স্থান অর্জন করে। এ বছর কোম্পানীগঞ্জ উপজেলায় ৬০ জন পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনীতে ট্যালেন্টপুলে এবং ১০৫ জন পরিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এর মধ্যে বসুরহাট একাডেমীর ১৫জন ট্যালেন্টপুলে এবং ৭ জন পরিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়। ১৯৯৪ সালে বিশিষ্ট ব্যবসায়ী মরহুম খাজা আবুল খায়ের ও বিশিষ্ট ব্যবসায়ী অরবিন্দ ভৌমিক সহ কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তির নেতৃত্বে বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়ায় সুন্দর একটি পরিবেশে এ স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বসুরহাট একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অরবিন্দ ভৌমিক এবং সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন, আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন বি.এস.সি। স্কুলের অধ্যক্ষ আবদুর রহিম এম.কম অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠানের সুনাম রক্ষা করেছেন। এ স্কুলের ফলাফল প্রসঙ্গে জানতে চাইলে ম্যানেজিং কমিটির সভাপতি অরবিন্দ ভৌমিক এ প্রতিবেদককে জানান, ভালো ফলাফলের জন্য যেমনি ভালো ম্যানেজিং কমিটি প্রয়োজন তেমনি মেধাবী ও যোগ্য শিক্ষকেরও প্রয়োজন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাপনী পরীক্ষা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ