Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

২০১৬ সালেই ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষা বাতিল চাই -অভিভাবক ঐক্য ফোরাম

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা ২০১৬ সালেই বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। গতকাল (রোববার) প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু স্বাক্ষরিত এক স্মারকলিপি প্রধানমন্ত্রীর নিকট পেশ করা হয়। স্মারকলিপিতে প্রধানমন্ত্রীকে শিক্ষা ব্যবস্থার বৈপ্লবিক সংষ্কারক আখ্যা দিয়ে বলা হয়, শিক্ষা ব্যবস্থায় তার অনুপম চিন্তা-চেতনার প্রতিফলন জাতিকে বিশ্ব দরবারে সুশিক্ষিত, উন্নত ও মর্যাদাশীল গর্বিত জাতি হিসেবে সুপ্রতিষ্ঠিত করবে। এতে ২০০৯ সালে চালু হওয়া ৫ম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭ সাল থেকে বাতিল করার সরকারি ঘোষণাকে সাধুবাদ জানানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একদিকে কোচিং বাণিজ্যের ফাঁদ অপরদিকে জিপিএ ৫ পাওয়া, না পাওয়ার দুঃসহ আতঙ্কে ২০১৬ সালের ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের সাথে সাথে অভিভাবকদেরও কী করুণ দশা। স্মারকলিপিতে বলা হয় শুধুমাত্র প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ১টি সনদের জন্য কোমলমতি ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা কতবার পিইসি পরীক্ষা দিবে? ২০১৬ সালে যারা ৫ম শ্রেণীর পিইসি পরিক্ষার্থী, আবার তারাই ২০১৯ সালে ৮ম শ্রেণীতে পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এজন্য ২০১৬ সাল থেকেই বাতিল করার দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২০১৬ সালেই ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষা বাতিল চাই -অভিভাবক ঐক্য ফোরাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ