Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরীয় সংকট নিয়ে এরদোগান ও ট্রাম্পের ফোনালাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ২:৫১ পিএম

সিরীয় সংকট নিয়ে বুধবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে আলোচনা হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক সূত্র জানায়, এরদোগান ও ট্রাম্প ‘সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।’ খবর বার্তা সংস্থা এএফপির।

হোয়াইট হাউস পরে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।
হোয়াইট হাউস এক ব্রিফিংয়ে জানায়, দুই নেতা সিরিয়ার চলমান সংকট নিয়ে আলোচনা করেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পরিস্থিতি নিয়ে তারা আরও নিবিড়ভাবে কাজ করার ব্যাপারে রাজি হয়েছেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তার জন্য ট্রাম্প রাশিয়াকে সতর্ক করার পর এই ফোনালাপটি হল।
ট্রাম্প জানান, রাসায়নিক অস্ত্র হামলার জবাবে যুক্তরাষ্ট্র সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফোনালাপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ