মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলঙ্কার ঐকমত্যের সরকার থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় ৬ মন্ত্রী। বুধবার তারা প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছে পদত্যাগপত্র জমা দেগন। প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন। এদিন পদত্যাগপত্র জমা দেন শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির ১৫ মন্ত্রী। এর মধ্যে প্রেসিডেন্টের মন্ত্রীপরিষদের সদস্য রয়েছেন ৬ জন। পদত্যাগ করেছেন ডেপুটি স্পিকারও।
গত সপ্তাহে প্রধানমন্ত্রী রনিল বিক্রমেসিংঘের বিরুদ্ধে অনাস্থা ভোটে ভোট দিয়েছিলেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন দ্য আইল্যান্ডার। এতে বলা হয়, বুধবার দিবাগত মধ্যরাত থেকে এসব পদত্যাগপত্র কার্যকর হবে। অল্প সময় পরেই এসব পদে নতুন মন্ত্রী নিয়োগ দেয়ার কথা রয়েছে। শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির যেসব মন্ত্রী পদত্যাগ করেছেন তারা হলেন সুশীল প্রেমাজায়ান্ত, দয়াসিরি জায়াসেকারা, দিলান পেরেরা, জন সেনেভরাতনে, লক্ষণ ওয়াসান্থা পেরেরা, ড. সুদর্শনী ফার্নান্দোপুল্লে, তারানাথ বাসনায়েকে, সুশান্ত পাঁচিনিলাম, অনুরা ইয়াপা, এসবি দিসানায়েকে, লক্ষণ ইয়াপা আবিওয়ার্ডেনা, চন্দিমা বিরাকোডি, অনুরাধা জয়ারাতনে, টিবি একানায়েকে ও সুমেধা জয়াসেনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।