বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিপুল পরিমান মাদক জব্দ করে মামলা না দিয়ে বা উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের না জানিয়ে নিজ হেফাজতে রাখার দায়ে রাজশাহী পুলিশের দুই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুজন হলো তালাইমারী ফাঁড়ির এসআই আখতার ও বোয়ালিয়া থানার এসআই সৌমিত্র।
সূত্র মতে, গত ফেব্রæয়ারী মাসের শেষ দিকে তালাইমারী পুলিশ ফাঁড়ির এসআই আখতার ও বোয়ালিয়া থানার এসআই সৌমিত্র কনস্টেবলদের নিয়ে রাতে টহলে ছিলেন। এসময় নীল রংয়ের একটি অটোরিক্সা সন্দেহ হলে তারা সেই অটোরিক্সাকে থামতে বলে তল্লাশী চালিয়ে ২০ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় গাঁজাসহ সেই অটোরিক্সাকে জব্দ করা হয়। তবে অটোরিক্সায় থাকা কাউকেই আটক করা হয়নি। এদিকে জব্দ হওয়া গাঁজার বিষয়টি ফাঁড়ির পক্ষ থেকে বোয়ালিয়া থানা বা আরএমপির উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের না জানিয়ে গোপনে নিজেদের হেফাজতে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি থানা ও আরএমপির উর্দ্ধতন কর্তৃপক্ষ জানতে পারলে বোয়ালিয়া ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফেব্রæয়ারী মাসের ২৬ তারিখে তাদের গাঁজাসহ আটক করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।