Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইক চালিয়ে ছয় দেশ জয় চার কন্যার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

লক্ষ্য ছিল বিভিন্ন দেশে নিজ রাজ্যের পর্যটন শিল্পের প্রচার করবেন। আর সেই লক্ষ্য পূরণে ছয়টি দেশের ১৭ হাজার কিলোমিটার পথ বাইক চালিয়ে পাড়ি দিয়েছেন চার কন্যা। আর এই চার কন্যা হলেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা। তাদের এ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের পর্যটন বিভাগ। এই চার কন্যা প্রথমে ভারতের ১৫টি রাজ্য বাইক চালিয়ে ঘুরেছিলেন। নিজ রাজ্যের পর্যটন শিল্পের প্রচার করাটাই ছিল তাদের উদ্দেশ্য। এরপর আন্তর্জাতিক স্তরে রাজ্যকে তুলে ধরতে তারা বেরিয়ে পড়েন বিভিন্ন দেশে। তেলেঙ্গানা স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (টিএসটিডিপি) চার মহিলার এই উদ্যোগকে পূর্ণ সমর্থন দিয়েছিল এবং তাদের তরফ থেকে সম্ভাব্য সাহায্যের হাতও বাড়িয়েছিল। তাদের ভরসা করেই এই চার কন্যা প্রায় ১৭ হাজার কিমি বাইক চালিয়েছেন। ভারতের এক গণমাধ্যম সূত্রে জানা যায়, চার মহিলা সদস্যের এই বাইক যাত্রা শুরু হয়েছিল গত ফেব্রæয়ারি মাসের ১১ তারিখ থেকে। প্রথমে তারা ভারতের রাজ্য মণিপুর সীমানা পার করে মিয়ানমারে প্রবেশ করেন। এরপরে থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং বাংলাদেশ হয়ে ফের প্রবেশ করেন ভারতে। দক্ষিণ এশিয়ার এই ছয়টি দেশ ঘুরে শেষ হয়েছে ‘রোড টু মেকং’-এর ১৬ হাজার ৯৯২ কিমি যাত্রাপথ। এর আগে মাত্র ১৩ দিন আগেই দেশের ১৫টি রাজ্য ভ্রমণ সেরে এসেছিলেন বাইক সওয়ারি চার কন্যা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ