Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় তিন দিনব্যাপী বাইক শো’ শুরু

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ৪:৪০ পিএম

মহামারির কারণে গত দুই বছর বন্ধ থাকার পর ফের শুরু হলো ‘ষষ্ঠ ঢাকা বাইক শো-২০২২’। সেমস গ্লোবাল ইউএসএ’র আয়োজনে বৃহস্পতিবার (২৩ জুন) প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বাইকশো’টি হচ্ছে রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ‘১৫তম ঢাকা মোটর শো ২০২২’, ‘পঞ্চম ঢাকা অটোপার্টস শো- ২০২২’ এবং ‘চতুর্থ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো- ২০২২’। আজ শনিবার তিন দিনব্যাপী এসব প্রদর্শনী শেষ হবে।

যৌথভাবে একই সময়ে অনুষ্ঠিতব্য এসব প্রদর্শনীতে ভারত, মালয়েশিয়াসহ আরও ১৫টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ২৮৭টি প্রদর্শক, ৫৩০টি বুথের মাধ্যমে অংশ নিচ্ছে। এদিকে প্রদর্শনীতে দর্শনার্থীদের নজর কেড়েছে উত্তরা মোটরস লিমিটেডের গ্রামীণ জনপদের জন্য তিন চাকার অ্যাম্বুলেন্স। যার আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইক শো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ