Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ার দাপট

স্পোর্টস রিপোর্টার, গোল্ড কোস্ট (অস্ট্রেলিয়া) থেকে | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে দাপট দেখিয়ে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। গেমস শেষ হতে এখনো বেশ ক’দিন বাকি। এরই মধ্যে স্বাগতিকরা পদক জয়ের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ১৩০ টি পদক। যার মধ্যে ৫০টি স্বর্ণ, ৩৮ রৌপ্য ও ৪২টি ব্রোঞ্জপদক রয়েছে। দিন যতই গড়াচ্ছে তারা ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। তাদের পিছনে রয়েছে গত আসরের শীর্ষস্থান অধিকারী ইংল্যান্ড। তারা ২৪ স্বর্ণ, ২৯ রৌপ্য ও ২১টি ব্রোঞ্জপদক এখন পর্যন্ত ঝুলিতে পুড়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আলো ছড়াচ্ছে ভারত। তারা রয়েছে পদক তালিকার তৃতীয়স্থানে রয়েছে তারা। ভারত জিতেছে ১১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জপদক। ৯টি করে স্বর্ণ জিতে চতুর্থ ও পঞ্চমস্থানে আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তালিকায় বাংলাদেশের অবস্থান ৭১টি দেশের মধ্যে ২৫তমস্থানে। শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রূপা জেতায় লাল-সবুজদের সম্মানজনক এই অবস্থান।

পদক তালিকায় সেরা ১০
দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
অস্ট্রেলিয়া ৫০ ৩৮ ৪২ ১৩০
ইংল্যান্ড ২৪ ২৯ ২১ ৭৪
ভারত ১১ ৪ ৬ ২১
নিউজিল্যান্ড ৯ ১০ ৭ ২৬
দ.আফ্রিকা ৯ ৬ ৬ ২১
কানাডা ৮ ২১ ১৫ ৪৪
ওয়েলশ ৭ ৮ ৭ ২২
স্কটল্যান্ড ৬ ১০ ১২ ২৮
নাইজেরিয়া ৪ ৪ ০ ৮
সাইপ্রাস ৪ ০ ২ ৬
বাংলাদেশ* ০ ১ ০ ১
*বাংলাদেশের অবস্থান ২৫



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়ার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ