বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী জিপিও হতে গতকাল দুপুরে দু’লাখ টাকা তুলে বাইরে আসা মাত্রই এক মহিলা নারী ছিনতাইকারীর কবলে পড়ে। এ সময় স্থানীয়রা জোছনা বেগম (৩০) নামে এক নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে। তার বাড়ি নাটোরের বনপাড়া এলাকায় হলেও বর্তমানে নগরীর শিরোইল কলোনি এলাকায় বসবাস করে।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুরে জিপিও থেকে দুই লাখ টাকা তোলেন একজন নারী। এরপর জিপিও’র সামনের রাস্তায় আসামাত্র জোছনা বেগম ওই নারীর টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর জোছনা একটি অটোরিকশায় চড়ে পালানোর চেষ্টা করে। তখন মহিলা চিৎকার শুরু করেন। এ সময় তারা জোছনা বেগমকে আটক করেন। ছিনতাইকারীর কবলে পড়া ওই নারীর সঙ্গে ছোট্ট একটা শিশু ছিলো। শিশুটি অসুস্থ। তাই ওই নারীর টাকা ফেরত দিয়ে তাকে দ্রæত বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ কারণে তার নাম-ঠিকানা জানা যায়নি।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় ছিনতাইকারীর বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।