Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে বাসের ভেতর গার্মেন্টস কর্মী গণধর্ষণের শিকার, আটক ৫

ধামরাই(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১:০১ পিএম | আপডেট : ২:০২ পিএম, ৯ এপ্রিল, ২০১৮

ঢাকা- আরিচা মহাসড়কের ধামরাইয়ে কচমচ এলাকায় বাসের ভেতর গভীর রাতে এক গার্মেন্টস কর্মী গণধর্ষনের শিকার হয়েছে। মহাসড়কে ডিউটিরত পুলিশ যাত্রীসেবা পরিবহনের একটি বাসসহ ৫ জনকে আটক করতে সক্ষম হয়েছে। এ ধর্ষণের শিকার হওয়ায় গার্মেন্টস কর্মী বাকরুদ্ধ হয়ে পড়েছে। সে কারো সাথে কোন কথা বলতেছে না। শুধু চোখের পানি ফেলে যাচ্ছে। গার্মেন্টস কর্মী বর্তমানে পুলিশ হেফজতে রয়েছে।

আটককৃতরা হলো, চুয়াডাঙ্গা জেলাসদরের কোর্টপাড়া গ্রামের মৃত শফি মল্লিকের ছেলে বাবু মল্লিক (২৪),ময়মনসিংহ জেলা ফুলবাড়ি থানার দেওখোলা গ্রামের মৃত- জসিম উদ্দিনের ছেলে আব্দুল আজিজ(২৫), নীলফামারী জেলার ডিমরান থানার সরকার বাড়ীর গ্রামের মহন লালের ছেলে বলরাম (২০),
ঢাকা জেলার ধামরাই উপজেলা গাওয়াইল গ্রামের মোঃ কালু মিয়ার ছেলে মো: সোহেল রানা(২০),একই উপজেলার কেলিয়া গ্রামের মৃত- রাজু সরদারের ছেলে মকবুল হোসেন(৩৮),

জানা গেছে , ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় গ্রাফিক্স ফ্যাক্টরির (গার্মেন্টস)’এ অপারেটর হিসেবে কর্মরত এক কর্মী রাত ৯টায় অফিস ছুটি হওয়ার পর উসলামপুর এলাকায় বাসায় যাওয়ার জন্য যাত্রী সেবা পরিবহনের একটি বাসে( যার নং –ঢাকা মেট্রো-জ-১৪-০৮১৫) উঠে। পরে ওই গার্মেন্টস কর্মীকে না নামিয়ে নানা তালবাহানা করে সময় কাটিয়ে দেয়। পরে রাত গভীর হলে কচমচ এলাকায় গাড়ী থামিয়ে বাসের ভেতরে পেছনের ছিটে নিয়ে বাবু মল্লিক (২৪) ও আব্দুল আজিজ(২৫) তাকে ধর্ষণ করে। এসময় অন্যরা ও ধর্ষণের প্রস্তুতি নিচ্ছিল। ওই বাসের ভেতরে ধর্ষিতার ডাক চিৎিকার করলে রাস্তায় টহলরত ধামরাই থানার পিএসআই ভজন রায় টের পেয়ে তাদেরকে আটক করে। এব্যাপারে ধামরাই থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণধর্ষণের শিকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ