রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গণধর্ষণের শিকার ওই ছাত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গতকাল বুধবার ধর্ষিতার মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা করেছে। উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সে মঈন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। জানা গেছে, গত সোমবার রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই ছাত্রী ঘর থেকে বের হয়। এ সময় রাজাবাড়ি গ্রামের ইমারত হোসেনের ছেলে মোঃ রিপন (২০), একই গ্রামের মোঃ ওয়াজউদ্দিনের ছেলে মনির হোসেন (২১) ও পার্শ্ববর্তী গবড়া গ্রামের খোকন মিয়া (২২) ওই ছাত্রীর মুখে গামছা পেঁচিয়ে জোর করে তুলে নিয়ে পার্শ্ববর্তী ডালায় নিয়ে গণধর্ষণ করে ফেলে যায়। এদিকে টয়লেট থেকে ফিরতে দেরি হওয়ায় ছাত্রীর মা খুঁজতে গিয়ে দেখেন রক্তাক্ত ও অচেতন অবস্থায় মেয়ে ডালায় পড়ে রয়েছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ধর্ষিতাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে গাজীপুর সদর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষিতা ছাত্রীর মা জানায়, দুই মেয়ের জন্মের পর তার স্বামী তাদের ফেলে চলে যায়। গত কয়েক বছর ধরে পরের বাড়িতে কাজ করে দুই মেয়ে নিয়ে রাজাবাড়ি গ্রামে পরের বাড়িতে থাকেন তিনি। এ ব্যাপারে মঈন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুজ্জামান এই অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন। এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন অভিযোগ পাওয়া কথা স্বীকার করে বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।