বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪নং গালাগাঁও ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচীর অনিয়ম অনুসন্ধানে নেমেছে উপজেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক। রবিবার বিকেলে জেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে গালাগাঁও ইউনিয়নে ইস্যুকৃত ২২৬৬টি খাদ্য বান্ধব কার্ড সমূহের মধ্যে কোন ভুয়া কার্ডধারীর নামে কার্ড ইস্যু হয়েছে কিনা বা হতদরিদ্রের পরিবর্ততে বিত্তবানদের অনুকূলে কার্ড ইস্যু হয়েছে কি-না সে বিষয়ে সরেজমিনে অনুসন্ধান করতেই এসব তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে মুক্তাগাছা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক নজর আলীকে সভাপতি করে ২২ সদস্য বিশিষ্ট একটি এবং স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন কায়সারকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এস.এম সাইফুল ইসলাম আরো জানান, এলাকায় মাইকিং করে আগামী বৃহস্পতিবার থেকে গালাগাঁও ইউনিয়নে স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ তদন্ত কার্যক্রম শুরু হবে। তদন্তে কোন অনিয়ম ধরা পড়লেই তাৎক্ষনিক ওই কার্ড বাতিল করে প্রকৃত হতদরিদ্রের নামে প্রতিস্থাপিত কার্ড ইস্যু হবে। সূত্রমতে, গত ২ এপ্রিল খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি চালের ১৪৪টি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন গালাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া। তবে স্থানীয় উপজেলা উপজেলা খাদ্য কর্মকর্তা রুবাইদুর রানা দাবী করেন, ইউপি চেয়ারম্যান জিয়াউল হকের কথামত তার পছন্দের লোকদের কার্ড না দেওয়ায় তিনি সংবাদ মাধ্যমে বিভ্রান্তিরকর তথ্য পরিবেশন করেছেন। স্থানীয় সূত্র জানায়, তদন্তকালে বিত্তবান ও নিজের পছন্দের লোকদের মাঝে ভুয়া কার্ড ইস্যুর অভিযোগে ফেঁসে যেতে পারেন গালাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া। ফলে তদন্ত ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন চেয়ারম্যান জিয়াউল হক। এ প্রসঙ্গে গালাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, আমার অভিযোগকৃত ১৪৪ কার্ডের তদন্ত না করে সকল কার্ডের তদন্ত করা রহস্যজনক। ১৪৪ কার্ডের তদন্ত না করে সমূদ্বয় কার্ডের তদন্তে আমি একমত না। এটা মনগড়া তদন্ত। তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন সুলতানা বলেন, সমূদ্বয় কার্ডের তদন্তকালে ১৪৪ কার্ডের অভিযোগ বিশেষ ভাবে দেখা হবে। এসব বিষয়ে ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম সাইফুল ইসলাম বলেন, স্থানীয় এমপি মহোদয়ের সাথে আলোচনার ভিত্তিতেই তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এ কর্মসূচীতে কোন ধরনের নয়-ছয় সহ্য করা হবে না। প্রয়োজনে আইনী কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।