Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপকার ভোগীদের হাতে পৌঁছেনি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড

নান্দাইলে ৫৪ ডিলারের মাঝে নিয়োগ ২৪ জন

প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেল সংবাদদাতা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১২ ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি মূল্যের চালের ২৬ হাজার অনুমোদিত সুবিধাভোগী পরিবারের বিপরীতে খাদ্য অধিদফতরের পরিপত্র মোতাবেক ৫৪ জন ডিলার নিয়োগের প্রাপ্ততা থাকার পরেও অজ্ঞাত কারণে সেপ্টেম্বর ২০১৬ইং মাসে প্রতি ইউনিয়নে ২ জন করে মাত্র ২৪ জন ডিলার নিয়োগ করা হয়েছে। সপ্তাহে ৩ দিন যথাক্রমে শুক্রবার, শনিবার ও মঙ্গলবার সুবিধাভোগী পরিবারের মাঝে মাসিক ৩০ কেজি হারে ১০ টাকা কেজিতে চাল বিতরণের নির্ধারিত তারিখ থাকলেও সুবিধাভোগীদের হাতে এখন পর্যন্ত কার্ড পৌঁছানো হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। কোন কোন জায়গা/বাজারে ডিলার নিয়োগ দেয়া হয়েছে এর কোনো প্রচারণা নান্দাইল খাদ্য বিভাগ থেকে করা হয়নি। এতে করে সুবিধা ভোগীরা তাদের চাল পেতে অসুবিধা পোহাতে হচ্ছে। উপজেলা খাদ্য কর্মকর্তা জানান গত ঈদের পূর্বে তড়িঘড়ি করে ২৪ জন ডিলার নিয়োগ করা হয়েছে। প্রাপ্ততা অনুযায়ী বাকি ডিলার নিয়োগের প্রক্রিয়া গ্রহণ করা হবে। শুক্র ও শনিবার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, বর্তমান সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়টি সাধারণ জনগণ তেমন অবহিত নয় এবং ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণ শুরু করা হলেও বাজারে এর তেমন প্রভাব পড়ছে না। অনুসন্ধানে জানা গেছে, ২৪ জন ডিলার বর্তমান সরকারদলীয় রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং ডিলার নিয়োগে পরিপত্রের ১১টি ধারার অধিকাংশই পালন করা হয়নি। ইতোমধ্যে কয়েকজন ডিলারের বিরুদ্ধে এলাকাবাসী সুনির্দিষ্ট অভিযোগ খাদ্য বিভাগে দায়ের করেছেন। উপজেলা পর্যায়ে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসারগণ সরজমিনে না গিয়ে অফিসে বসে মাস্টার রোলে স্বাক্ষর করছেন বলে অভিযোগ রয়েছে। বেতাগৈর ইউনিয়নের জনৈক ডিলার মো. নয়ন মিয়ার বিরুদ্ধে ভিজিএফ কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকার পরেও তাকে বেতাগৈর ইউনিয়নে ডিলার নিয়োগ প্রদান করা হয়েছে। অপরদিকে সরকারি বিধি না মেনে খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা বাজারে মাদ্রাসার শিক্ষক (এমপিওভুক্ত) শওকত আলী আকন্দকে ডিলার নিয়োগ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপকার ভোগীদের হাতে পৌঁছেনি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ