নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রথম তিন রাউন্ডের ম্যাচ হয়নি মিরপুরে। চতুর্থ থেকে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত শুরুতে যে সূচি দেওয়া হয়েছিল, সেখানেও ভেন্যু হিসেবে ছিল না মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের নাম। তবে শেষ পর্যন্ত ম্যাচ হচ্ছে মিরপুরে, পঞ্চম রাউন্ডের একটা ম্যাচ হচ্ছে মিরপুরে।
গেলপরশু বিসিবি যে সূচি দিয়েছে, তাতে পঞ্চম রাউন্ডে বিসিবি নর্থ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোনের ১৭-২০ এপ্রিল পর্যন্ত ম্যাচটা হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। গত দুই বছরেই বিসিএলের কোনো খেলা মিরপুরে হয়নি। এবার অবশ্য মিরপুরে আন্তর্জাতিক ম্যাচের চাপ নেই, অন্তত আরো ছয়-সাত মাসের আগে জাতীয় দল নামছে না এখানে। এর মধ্যে মাঠের পরিচর্যার আজও চলছে, মিরপুরের মাঠ আস্তে আস্তে ফিরে পাচ্ছে আগের সেই সবুজের ছোঁয়া।
প্রথম তিন রাউন্ড শেষে ৩৪ পয়েন্ট নিয়ে বিসিবি নর্থ জোন আছে সবার ওপরে। ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে ইসলামী ব্যাংক ইস্ট জোন। ২৬ পয়েন্ট নিয়ে তিনে প্রাইম ব্যাংক সাউথ জোন। ১৯ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে ওয়ালটন সেন্ট্রাল জোন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।