Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামোফোবিয়া মোকাবেলায় ইইউ প্রস্তুত নয় : ড. এনেস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ইউরোপীয় ইউনিয়ন ইসলামোফোবিয়া মোকাবেলা করতে প্রস্তুত নয় বলে মনে করছেন তুরস্কের নেতৃস্থানীয় একটি সংস্থার ইউরোপীয় বিশেষজ্ঞ। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক গবেষণা (এসইটিএ) বিষয়ে আঙ্কারা-ভিত্তিক ফাউন্ডেশনের বিদেশ বিষয়ক বিশেষজ্ঞ ড. এনেস বারাকলি বলেন, ‘রাজনৈতিক বিবেচনার কারণে ইউরোপীয় রাজনীতিবিদরা এই সমস্যাটি গুরুতরভাবে মোকাবেলা করতে প্রস্তুত নয়।’ ইসলামফোবিয়া নিয়ে ইস্তাম্বুলের সাবাহাতিন জেইম বিশ্ববিদ্যালয়ে তিন দিনের সম্মেলনের সাইডলাইন থেকে আনাদোলু এজেন্সিকে তিনি এসব কথা বলেন। ২০১৫ সালের বার্ষিক ইউরোপীয় ইসলামোফোবিয়া প্রতিবেদনের সহ-সম্পাদক হিসেবে কাজ করা বারাকলি বলেন, ‘নিকট ভবিষ্যতে এটি ঘটবে আমি তারও কোনো আশা দেখছি না। তবে এটি ঘটবে।’ ‘ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউ’র উচিত ইসলামফোবিয়াকে একটি বর্ণবাদী মনোভাবের ধরন হিসেবে বিবেচনা করা।’ তিনি যোগ করেন। বারাকলি বলেন, ইউরোপে ইসলামফোবিক নীতি এবং হামলা বাড়ছে, বিশেষ করে সিরিয়ার গৃহযুদ্ধের শুরুর পর থেকে তা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। ‘ইউরোপীয় ইসলামোফোবিয়া প্রতিবেদন-২০১৭’ অনুযায়ী, ইউরোপে ইসলামোফোবিয়া ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, জার্মানিতে মুসলমানদের লক্ষ্যবস্তু করে মোট ৯০৮টি ঘটনা ঘটেছে। এরমধ্যে রয়েছে- মৌখিক ও শারীরিক আক্রমণ, হত্যা চেষ্টা ইত্যাদি। ডেইলি সাবাহ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ